হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার, ২৬ জানুয়ারি (১২ মাঘ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদগল হাওর, বরাম হাওর ও ভান্ডার হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
মহাপরিচালক উপজেলার ৪, ৫, ৬, ৭, ৯, ৩২ ও ৩৩, নম্বর পিআইসি এলাকা পরিদর্শন করেন এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের গতি বৃদ্ধির নির্দেশনাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুইঁয়া, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মঞ্জুর আহসান জিসান, পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখার উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ রিপন আলী, দিরাই পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এ টি এম মোনায়েম হোসেন, শাল্লা শাখার সার্ভেয়ার টিটু পাল, জিতেন অধিকারী ও ১ নম্বর পিআইসি সভাপতি অরিন্দম চৌধুরী সাগর।
Leave a Reply