শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হাইজিন কিট বিতরণ শুরু হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ কার্যালয়ে বাংলাদেশ নর্থ ইস্টার্ন ফ্লাড রেসপন্স ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক প্রজেক্টের এই সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো মিজানুর রহমান, শাখা হিসাব কর্মকর্তা মো নাজিম উদ্দিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির নর্থ ইস্টার্ন ফ্লাড রেসপন্স ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো মোজাম্মেল হক, ফিল্ড কো-অর্ডিনেটর মো আজিজুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর মো আশিক মেহেদী, মো মাহমুদুল হাসান, রিলাইভ-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হাবিবুর রহমান ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ডেপুটি ম্যানেজার রেসপন্স মো জাকির হোসেন।
প্রকল্পের আওতায় শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে হাইজিন কিট বিতরণ করা হবে। এতে রয়েছে গায়ে মাখার সাবান ৪টি, কাপড় কাচার পাউডার ১কেজি, ব্লিচিং পাউডার ৫০০গ্রাম, ভিমবার ২পিস, স্যানিটারি ন্যাপকিন ৩ প্যাকেট, গামছা ১টি, নেইল কাটার ১টি, এন্টিস্যাপটিক সলিউশন ১টি, প্লাস্টিকের বালতি ১টি, প্লাস্টিকের মগ ১টি এবং ১ জোড়া টয়লেট স্যান্ডেল।
Leave a Reply