হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রান্তিক চাষীদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সরিষা, সূর্যমুখী ও ভূট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ৩০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩০ কৃষককে জন প্রতি ২ কেজি ভুট্টা বীজ, ২৯ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ৪০ কৃষককে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি করে দেওয়া হয়।
Leave a Reply