শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার, ২২ অক্টোবর তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের শাউদের শ্রী পূজামণ্ডপ ও শাসখাই পূজামণ্ডপ পরিদর্শন করে।
এ সময় তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও পূজামণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ।
এছাড়াও তিনি দিরাই ও শাল্লা উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার ও দেশবাসীর জন্য আশীর্বাদ কামনা করেন।
Leave a Reply