শাল্লা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৫০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ মার্চ (১৪ চৈত্র) শাল্লা থানা চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণীতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো এহসান শাহ্। সভাপতিত্ব করেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান। এছাড়াও থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ-আইজিপির উদ্যোগে সারা দেশে এভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
Leave a Reply