শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু করেছে।
নতুন অর্থবছরে পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪ ইউনিয়নের ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উচ্চ ফলনশীল বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওসি সার বিতরণ করা হবে।
শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ২৭ জুলাই থেকে এই সহায়তা বিতরণ শুরু হয়েছে।
এই কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব।
Leave a Reply