হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বোরো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজের জরিপ (সার্ভে) সম্পন্ন হয়েছে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, এবার শাল্লা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৬টি হাওরে ১০০ কিলোমিটার বাঁধের কাজের জরিপ করা হয়েছে।
হাওরগুলো হলো কালিকোটা হাওর, ছায়ার হাওর, বরাম হাওর, উগদল বিল হাওর, বেড়া ডহর হাওর ও বাণ্ডা বিল হাওর।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী জানান, ফসল রক্ষা বাঁধের এই কাজের জন্যে প্রাথমিক পর্যায়ে ১৩০টি স্কিম প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের কাজ এ বছরের ১৫ ডিসেম্বর শুরু করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত করা হবে।
Leave a Reply