শাল্লা প্রতিনিধি : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সীমাহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয় হতে শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদমিনারে প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনসার উদ্দিন, অন্যতম সদস্য হুমায়ুন কবির তালুকদার, ব্যারিস্টার মাহাদীন চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি অলিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তাক আহম্মদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি এ টি এম ফকরুল ইসলাম।
এছাড়াও শাল্লা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সহসভাপতি আলী আমজদ, অন্যতম নেতা সিরাজুল ইসলাম, সাইফুর রহমান, আব্দুল মজিদ, আব্দুল করিম মাস্টার ও আমির হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply