শাল্লা প্রতিনিধি : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো-স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে রবিবার, ১০ মার্চ (২৬ ফাল্গুন) উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো এনামুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ব্র্যাক প্রতিনিধি হাবিবুর রহমান, ঘুঙ্গিয়ারগাঁও মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়।
বক্তাগণ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply