শাল্লা প্রতিনিধি : ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা।
উপজেলা গণমিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মন্ জুর আহসান জিসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রাণী দাশ, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ তুষার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো সাইফুল আজম, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো এনামুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো সোহেল মিয়া, শাল্লা থানার এসআই যীশু দত্ত, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস।
এছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সচিব, গ্রামপুলিশ, উপজেলা স্কাউট দল ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর প্রধান অতিথি উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের ঘাস প্রদর্শনী পরিদর্শন করেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও জেলা পরিষদ ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামীকাল তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মীসভায় অংশগ্রহণ করবেন।
Leave a Reply