শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের বন্যা কবলিত শাল্লা উপজেলায় ধান কিনতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে সুজন দাস (২৬) নামের এক যুবক মারা গেছেন।
শুক্রবার, ৫ জুলাই (২০ আষাঢ়) সকাল অনুমান সাড়ে ৭টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুজন দাস উপজেলার শাসখাই গ্রামের সরজীবন দাসের ছেলে।
হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস ও মেম্বার সত্যব্রত দাস দ্বিজেন জানান, সুজন দাস ও তার বড় ভাই শৈলেন দাস ধানের ব্যবসা করেন। সকালে তারা আছানপুর গ্রামে ধান কিনতে যান। এক পর্যায়ে সুজন দাস নৌকার পিছনে প্রস্রাব করতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা লোকজন পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply