শাল্লা প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, বিআরডিবি কর্মকর্তা শাহানারা পারভীন ও প্রতাপপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পিযুষ দাস। সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়।
বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনারবাংলা গড়ার লক্ষ্যে সমবায় সমিতির উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন।
এছাড়া পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply