শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে মঙ্গলবার, ২০ আগস্ট (৫ ভাদ্র) আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ চন্দ্র চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহবুব সোবহানী চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন।
এর আগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply