শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার, ২৬ জুন উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো মাহবুবুর রহমান অপুর (ভারপ্রাপ্ত) সার্বিক তত্ত্বাবধানে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ ও অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুস সাত্তার, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা বিভূতোষ চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা জবা রানী দাস, কল্যাণব্রত সরকার, সুমন্ত চন্দ্র কর, রনয় চন্দ্র বিশ্বাস, শাল্লা ইউপি মেম্বার তৈয়বুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪০০ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।
Leave a Reply