শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ প্রকল্পের আওতায় রবিবার কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক (ডিএই) বিমল চন্দ্র সোম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তোফা ইকবাল আজাদ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন একই দপ্তরের এসএপিপিও ও এসএএও।
এছাড়াও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভুতোষ ভূষণ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, জবা রাণী দাস, কল্যাণব্রুত সরকার প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসল আবাদের উপর গুরুত্ব আরোপ করে কৃষক-কৃষাণিদের সমিতির মাধ্যমে দল গঠন করার পরামর্শ দেন।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্পের আওতায় নতুন নতুন প্রযুক্তি গ্রহণে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের অর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে।
Leave a Reply