শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার, ২০ নভেম্বর উপজেলার ৪টি ইউনিয়নের ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জনপ্রতি ২ কেজি বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সার্বিক ব্যবস্থপনায় উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত বীজ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ ও অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
Leave a Reply