শাল্লা প্রতিনিধি : ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা ফখরুল ইসলাম।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল।
তারা বলেন, সেই ষরযন্ত্র অব্যাহত রয়েছে। তাই একুশে আগস্টের গ্রেনেড হামলার সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply