হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড জয়া সেন গুপ্তা শাল্লা উপজেলায় উন্নয়নের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন।
বুধবার, ২৬ জুন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় এলাকার সংসদ সদস্য বলেন, শাল্লার উন্নয়নের গতি বৃদ্ধি করা প্রয়োজন। দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সঙ্গে তাল মিলাতে হবে। পিছিয়ে থাকা যাবে না। দক্ষ ও উদ্যমী মানুষদেরকে কাজে লাগাতে হবে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু ও শর্বরী রানী মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা যশোবন্ত ভট্টাচার্য, উপজেলা প্রকৌশলী মো সাঈফুল আজম, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।
সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
এর পূর্বে ড জয়া সেন গুপ্তা শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয় ও যাত্রাপুর গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণসামগ্রী এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ইউনিসেফের হাইজিং কিট বন্যার্তদের মাঝে বিতরণ করেন।
Leave a Reply