শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর (২৬ ভাদ্র) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো মতিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম। উপজেলা কৃষি কর্মকর্তা মো শওকত জামিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো মাহবুবুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন্ত চন্দ্র কর ও রনয় চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষণ কর্মশালায় ধানের আধুনিক চাষাবাদ কৌশল, ধানের জাত পরিচিতি, বোরো মৌসুমে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত, ধানচাষে উন্নত কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনা, অনিষ্টকারী পোকামাকড় ব্যবস্থাপনা ও ধান রোগ ব্যবস্থাপনা, ফলনোত্তর ফসল সংগ্রহ , বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সহ কৃষি বিষয়ক নানা বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply