হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন শেষে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার, অন্যতম সদস্য পলাশ সরকার পল্টু, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, ছাত্রলীগ নেতা রাজু দাস প্রমুখ।
এছাড়া শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।
Leave a Reply