সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শারীরিক দূরত্ব নিশ্চিত করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে হবে। তবে সরকার হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা দিচ্ছে। ফলে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সুস্থ হচ্ছেন।
তিনি আরো বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি নিজ উদ্যোগে করোনা চিকিৎসাসামগ্রী প্রদান করছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর পালস অক্সিমিটার, মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস ও হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরব জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো কাপ্তান হোসেন ও সিলেট কিডনি ফাউন্ডেশনের সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন।
Leave a Reply