নিজস্ব প্রতিবেদক : সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ২৬শে ফেব্রুয়ারি আদালতে হাজির করতে নতুন আদেশ হয়েছে।
সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রবিবার দুপুরে এ আদেশ দেন।
এ দিন একই আদালতে খাদিজা বেগম নার্গিসের হাজির হয়ে সাক্ষ্য দেয়ার কথা ছিল; কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিলেট আনা হয়নি।
আইনজীবীরা জানান, সাভারে সিআরপিতে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে চিকিৎসকরা আদালতকে জানিয়েছেন।
বিচারক চিকিৎসকদের মতামত আমলে নিয়ে ২৬শে ফেব্রুয়ারি খাদিজা বেগম নার্গিসকে তাকে আদালতে হাজির হবায় নির্দেশ দেন।
গতবছর ৩রা অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। এ ব্যাপারে দায়ের করা মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
খাদিজা বেগম নার্সিসের সাক্ষ্য গ্রহণ শেষেই এ মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
Leave a Reply