নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার সন্ধ্যায় তিনি প্রথমে নাইয়রপুল পয়েন্টে রামকৃষ্ণ মিশন ও আশ্রমে যান। সেখানকার কর্মকর্তা ও পূজারীরা তাকে স্বাগত জানান।
বদর উদ্দিন আহমদ কামরান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপস্থিত পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এরপরই সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী রামকৃষ্ণ মিশন ও আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পূজারীরা তাকে স্বাগত জানান এবং তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপস্থিত পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজার খোঁজখবরও নেন।
পরে তারা মহনগরীর অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।
Leave a Reply