নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে এই মতবিনিময় সভা অনু্িষ্ঠত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী ও সৈয়দ আমিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ড আ ক ম আকতারুজ্জমান বসুনিয়া, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দনাথানন্দজী মহারাজ অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক রজত ভট্টাচার্য ও রজতকান্তি গুপ্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply