আসন্ন শারদীয় দুর্গাপূজার সকল অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মহানগরীর ভার্থখলার হরিজন সংঘ, সিলেট একটি পূজা কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি সেলিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু লালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নাট্যকর্মী বিকাশ সরকার।
বৈঠকে ব্যাপক আলোচনার পর সেলিম লালকে সভাপতি, বিশ্বনাথ লাল ও দিলীপ লালকে সহ সভাপতি, রাজু লালকে সাধারণ সম্পাদক, নান্টু লালকে যুগ্ম সাধারণ সম্পাদক, রঞ্জন দাসকে সহ সম্পাদক, বিক্রম লালকে সাংগঠনিক সম্পাদক, স্বপন লালকে সহ সাংগঠনিক সম্পাদক, রতন লালকে কোষাধ্যক্ষ, রিপন লালকে প্রচার সম্পাদক, আকাশ দাসকে সহ প্রচার সম্পাদক, সাগর লালকে দফতর সম্পাদক, সাজু হরিজনকে ধর্ম বিষয়ক সম্পাদক এবং মালতি রাণী, রুনা রাণী, সন্দীপ লাল, চাদু দাস, বিমল দাস, স্বপন দাস, বিশু ভাসপর, রাখী রাণী, গীতা রাণী, অরুণা রাণী, লিটন লাল, মনি রাণী, শিউলী রাণী, মাধবী রাণী, সীমা রাণী, রেখা রাণী, মিতা রাণী, হিমল লাল, লক্ষী রাণী, স্বপন তালুকদার, চাঁদনী রাণী ও শিল্পী রাণীকে নির্বাহী সদস্য করে পূজা কমিটি গঠন করা হয়।
Leave a Reply