মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচেছ। প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। ফলে পূজার আনন্দ আরো রঙিন হয়ে উঠেছে।
মাধবপুর উপজেলায় এ বছর ১ শ ১৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচেছ। এর মধ্যে পৌরসভা এলাকায় পূজা হচ্ছে ১৩টি মণ্ডপে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সববয়সের পূজারীদের পাশাপাশি দর্শনার্থীরা ভিড় করছেন।
শ্যামলীপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক মাধব রায় জানান, দুর্গাপূজা দেখতে পার্শ্ববর্তী ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগর ও নাসিরনগর উপজেলা থেকে প্রচুর মানুষ ছুটে আসছেন।
মাধবপুর বাজার ঝুলন মন্দির সার্বজনীন পূজা উদযাপন কমিটির সদস্য প্রবীর সাহা জানান, দর্শনার্থী, পুণ্যার্থী ও অতিথিদের যাতে কোন ধরনের সমস্যা না হয় সেজন্য নিজস্ব স্বেচ্ছাসেবকরা সজাগ রয়েছেন।
নোয়াগাঁও সার্বজনীন মন্দির কমিটির সদস্য টিটু সরকার জানান, এখানে ধর্মীয় পালা গানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply