সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করেছেন।
শনিবার সকালে উপজেলা সদরে সড়ক ও জনপথ ডাকবাংলা প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এই বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, বিশ্বনাথ সহ সারাদেশে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয় সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ ও যুগ্ম সম্পাদক বিভাংশু গুণ বিভুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, আওয়ামী লীগের সভাপতি পংকি খান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার।
Leave a Reply