হবিগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার বিশেষ অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় শহরের রামকৃষ্ণ মিশনে উলুধ্বনি ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে কুমারী পূজা শুরু হয়।
এবার কুমারী পূজায় পূজিতা হলো ৬ বছরের শিশু কন্যা ঐশী আচার্য্য। সে মৌলভীবাজারের আমতৈল গ্রামের অজয় আচার্য্য ও রংধনু আচার্য্যের মেয়ে।
কুমারী পূজার জন্য ৫ থেকে ১০ বছর বয়সী শিশুকন্যাদের মনোনীত করা হয়ে থাকে।
হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে বিপুল লোক সমাগম হয়।
এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। শহরের গুরুপ্তপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আনসার, বিডিআর ও পুলিশের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দারা। এছাড়া পুলিশের একাধিক মোবাইল টিমও মাঠে রয়েছে।
Leave a Reply