শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর পূজা মণ্ডপগুলোর মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এর আগে সিসিক মেয়র সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
বুধবার সকালে এই মতবিনিময় ও অনুদান বিতরণ করা হয়।
মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়কালে মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নানা প্রস্তাব তুলে ধরেন।
মেয়র জানান, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রতিবারের মতো এবারও নগর ভবনকে আলোকসজ্জা করা হবে। থাকবে শুভেচ্ছা তোরণ। প্রতিটি পূজামণ্ডপে পানি ও বিদ্যুৎ সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হবে।
এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করা হবে। পর্যাপ্ত সংখ্যক সার্চ লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ সড়কগুলো সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক কড়া নজরদারিতে থাকবে।
সিসিকের এসেসর চন্দন দাশের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, ফায়ার সার্ভিসের উপ পরিচালক এ বি এম ফেরদৌস, সিটি কাউন্সিলর শান্তুুন দত্ত সন্তু, পূজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও জেলা সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য।
আরও উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিলর মো রাজিক মিয়া, শাহানারা বেগম, সালেহা কবির শেপী, আমেনা বেগম রুমি ও দিবা রানী, সচিব বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো হানিফুর রহমান, নিবার্হী প্রকৌশলী-বিদ্যুৎ মো রুহুল আলম প্রমুখ।
পরে মহানগরীর ৪৭টি পূজামণ্ডপ প্রতিনিধির কাছে ২০ হাজার টাকা করে অনুদান তুলে দেয়া হয়।
Leave a Reply