শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর সনাতন ধর্মাবলম্বী নাগরিকদেরকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর নগর ভবনে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে সিসিক মেয়র এই শুভেচ্ছা জানিয়ে বলেন, নানা জাতি ধর্মের মানুষের একত্রে বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে।
দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে সিসিক মেয়র মহানগরীর রাস্তাঘাট থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
তিনি মহানগরীর রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটানোর আহবানও জানান।
মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা, মহানগরীর পূজামণ্ডপগুলোর প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিলেট সিটি কর্পোরেশনে পক্ষে থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বর্ধিত এলাকার সকল পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, দুর্গাপূজা চলাকালীন সার্বক্ষণিক জরুরি সেবা নিশ্চিতে সিসিক প্রস্তুতি গ্রহণ করেছে। একটি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কর্তব্যরত কর্মকর্তারা ২৪ ঘণ্টা সেবা দেবেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply