সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও জগন্নাথপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়াম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেনকে বাংলাদেশ উপজেলা এসোসিয়েশন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ।
বুধবার, ২ নভেম্বর সংগঠনের সিলেট বিভাগের সভাপতি, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ও সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান এক বিবৃতিতে নবনির্বাচিত দুই চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে শামীম আহমদ ভিপি ও আকমল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Leave a Reply