নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি ৬ই জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্যে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের সভা-সমাবেশ-মিছিল। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে উদ্ভুদ পরিস্থিতিতে সিন্ডিকেটের জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। শাবিপ্রবি উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন।
এ ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে শাবিপ্রবি বন্ধ ঘোষণার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে দুপুর ১২টা থেকে প্রায় দেড়ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাবিপ্রবি বন্ধ ঘোষণার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ চলছিল।
পূর্ববর্তী খবর : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে পাঠদান (ক্লাস) ও পরীক্ষা স্থগিত করে ছাত্রদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে এতে কেউ আহত হয়নি।
এর জের ধরে পুলিশ গভীর রাতে বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে ককটেল ও গুলি উদ্ধার করে।
এদিকে শাবিপ্রবি কর্তৃপক্ষ পাঠদান ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে সকাল ৮টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে শাহপরান হল, বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক ছাত্ররা সকাল থেকে হল ত্যাগ করতে শুরু করে।
Leave a Reply