শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোট চার দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে প্রশাসনিক ভবন-২ এর সামনে এই কর্মসূচি পালন শেষে উপাচার্য এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
দাবিগুলো হলো, গত ৫ মার্চে এক ছাত্রীর গোসলের ভিডিওচিত্র ধারণের চেষ্টাকারীকে শনাক্ত করে দ্রুত মামলা দায়ের, ছাত্রীনিবাসে বহিরাগত অনুপ্রবেশকারীকে শাস্তির ব্যবস্থা গ্রহণ, গণপরিবহন এবং ক্যাম্পাসসহ ছাত্রছাত্রীদের মেসে চুরি, ছিনতাই ও যৌন হয়রানিসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে এই দাবিগুলো পূরণে শাবিপ্রবি প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শাবিপ্রবির প্রধান ফটকের সামনে একটি মেসে এক ছাত্রীর কক্ষে ঢোকার চেষ্টাকালে এক বহিরাগত যুবককে আটক করে জালালাবাদ থানা পুলিশ। ১৯ ফেব্রুয়ারি সুবিদবাজার এলাকায় ছাত্রীদের মেসে চুরির ঘটনা ঘটে। সর্বশেষ ৫ মার্চ মহানগরীর একটি মেসে এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ উঠে।
Leave a Reply