জাকারিয়া হোসেন : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যামামলায় গ্রেফতার আরও দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক সুমন ভূঁইয়ার কাছে সিলেট সদর উপজেলার টিলাগাঁওয়ের গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ ও তছির আলীর ছেলে মোহাম্মদ হাসান কার্যবিধি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
এর আগে বুধবার একই গ্রামের আনিছ আলীর ছেলে আবুল হোসেন স্বীকারোক্তিমূক জবানবন্দি দেয়।
উল্লেখ্য, সোমবার, ২৫ জুলাই রাত পৌণে ৮টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাসের গাজীকালু টিলার মাজারের পাশের টিলায় ছুরিকাঘাতে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া গ্রামের ওহাব মিয়ার ছেলে বুলবুল আহমেদ (২২) খুন হয়।
এ ঘটনায় রাতেই সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ থানায় শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা একাধিক দুষ্কৃতকারীকে আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন।
এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
এর মধ্যে আবুল হোসেনের দেওয়া জবানবন্দির সূত্রে কামরুল আহমদ ও মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
এই জবানবন্দির ভিত্তিতে কামরুল আহমদের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও বুলবুল আহমদের নিকট থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Leave a Reply