নিজস্ব প্রতিনিধি : আনন্দমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ জন্যে সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১১টি পদে ৩টি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের প্যানেলে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সহকারী অধ্যাপক ওমর ফারুক, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের প্যানেলে অধ্যাপক রাশেদ তালুকদার ও সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ এবং মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক প্যানেলে অধ্যাপক আব্দুর রহিম ও সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply