নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় বিজ্ঞান লেখক ও শিক্ষক ড মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিনী ড ইয়াসমিন হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মজীবনের ২৫ বছর নিয়ে আবগেময় স্মৃতিচারণ করলেন।
এই অধ্যাপক দম্পতিকে নিয়ে ‘সাস্ট সায়েন্স অ্যারেন’ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘সাস্টে ২৫ বছর’ শিরোনামের এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা অধ্যাপক ড জাফর ইকবাল ও অধ্যাপক ড ইয়াসমিন হক আবেগজড়িত কণ্ঠে ক্যাম্পাসের ফেলে আসা দিনগুলোর স্মৃতি বর্ণনা করেন।
অধ্যাপক ড মুহাম্মদ জাফর ইকবাল বলেন, এখানকার ২৫ বছরের প্রতিটি মুহূর্ত ভালোভাবে উপভোগ করেছি এবং এই ক্যাম্পাস থেকে একটা অপূর্ব স্মৃতি নিয়ে যাচ্ছি। পৃথিবীর খুব কম মানুষই এমন স্মৃতি নিয়ে যেতে পাওে, যা দিয়ে বাকি জীবন অনায়াসে চলে যাবে।
অধ্যাপক ড ইয়াসমিন হক বলেন, শাবিপ্রবির চলমান নিয়মনীতিতে শিক্ষার্থীদের স্বাধীনতা পূর্ণতা পাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে তাদের স্বাধীনতায় কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না।
Leave a Reply