নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগের সভাপতি সহ তিন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেটের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো মোহিতুল হক এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে দেয়া বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মামলাটি শিশু আদালতে প্রেরণের নির্দেশ দেয়।
৮ এপ্রিল এক স্কুল ছাত্রী শাবিপ্রবি ক্যাম্পাসে বেড়াতে গেলে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনার ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হলে বিচারক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এতে অভিযুক্তরা হলেন শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সংগঠনের কর্মী মাহমুদুল হাসান রুদ্র ও সাজ্জাদ রিয়াদ।
Leave a Reply