নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদ (২২) খুন হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন গাজিকালুর টিলায় বুলবুল আহমেদকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
খবের পেয়ে বুলবুল আহমেদকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নরসিংদী বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো আজবাহার আলী শেখ জানিয়েছেন, টিলার উপর অন্ধকারের মধ্যে ঘটনাটি ঘটে। তবে কারণ জানা যায়নি। পুলিশ অপরাধীদেরকে ধরতে তৎপরতা শুরু করে দিয়েছে।
এদিকে অবস্থায় বুলবুল আহমদের খুনের ঘটনায় শাবিপ্রবি ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই দ্রুত ঘাতকদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Leave a Reply