নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির ছাত্র হলগুলো আবাসিক শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হতে শুরু করেছে।
রবিবার সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হল ও শাহপরান হল শাবিপ্রবি কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুসারে খুলে দেয়া হলে আবাসিক শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে বৈধতা প্রমাণ করে নিজ নিজ কক্ষে ঢুকতে আরম্ভ করে।
তবে শাবিপ্রবির প্রক্টর ড রাশেদ তালুকদার জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া কোন শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হচ্ছেনা। এ কারণে কোন কোন শিক্ষার্থীকে ফিরে যেতে দেখা গেছে।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে বুধবার শাবিপ্রবি ৬ই জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদেরকে নির্দেশ দেয়া হয় হল ত্যাগের। এর প্রতিবাদে এবং বন্ধ ঘোষণা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। পরদিন দুপুর পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা তারা উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়া ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার দুপুরে শাবিপ্রবি কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা বাতিল করেন। ঐ দিন থেকে ক্লাস শুরু, পরীক্ষা গ্রহণ এবং ২৫শে ডিসেম্বর থেকে বন্ধ ছাত্র হলগুলো খুলে দেয়ার ঘোষণাও দেয়া হয়।
শাবিপ্রবি কর্তৃপক্ষের সেই ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হল ও শাহপরান হলে বৈধ আবাসিক ছাত্রদেরকে প্রবেশ করতে দেয়া হয়েছে।
Leave a Reply