নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ম উপাচার্য হিসেবে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ যোগদান করেছেন।
সোমবার দুপুরে নভো এয়ারে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান, শাবিপ্রবির জ্যেষ্ঠ শিক্ষক ও উর্দ্ধতন কর্মকর্তারা। পরে তিনি হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন। এরপর ক্যাম্পাসে পৌঁছে নতুন উপাচার্য বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ উপাচার্য ভবনে পৌঁছার পর শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। শাবিপ্রবির আচার্য রাষ্ট্রপতি তাকে ৪ বছরের জন্যে এখানে উপাচার্য নিয়োগ করেছেন।
Leave a Reply