নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়া ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সহ বেশ কয়েকজন কর্মকর্তা রাত ১০টায় এ খবর লেখা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সিন্ডিকেটের সভা হয়নি। এতে প্রচণ্ড বিক্ষুব্ধ আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া অবধি অবরোধ প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যা থেকে উপাচার্য কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে ও ঢোল বাজিয়ে ‘আর কোন দাবি নাই-ক্যাম্পাস খোলা চাই’ বলে স্লোগান দিতে থাকেন।
সন্ধ্যা ৬টায় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন উপাচার্য কার্যালয় ভবন থেকে বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন। আরো জানান, কিছুক্ষণের মধ্যে সিন্ডিকেটের জরুরি সভা বসবে। এতে আন্দোলনকারীরা কিছুটা আশ্বস্ত হন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রক্টর ড রাশেদ তালুকদারও একই ভবন থেকে বের হয়ে এসে উপাচার্যের পক্ষ থেকে আন্দোলন সংগঠকদের সাথে আলোচনার প্রস্তাব দিলে নেতৃবৃন্দ তাতে অসম্মতি জানিয়ে বলেন, রাত ৯টার মধ্যে সিন্ডিকেটকেই ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।
রাত পৌণে ৮টার দিকে কয়েকজন সিন্ডিকেট সদস্য উপাচার্য কার্যালয় ভবনে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীরা ভবনে বিদ্যুৎ সংযোগ চালু করে দেন; কিন্তু শেষ পর্যন্ত সিন্ডিকেটের কোন সভা না বসার খবরে রাত ৯টায় আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নানা ধরনের বাদ্যযন্ত্র সংগ্রহ করতে দেখা গেছে। তারা গানে-স্লোগানে মুখরিত ক্যাম্পাসে রাত পার করবেন বলে ঘোষণা দেন।
Leave a Reply