শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, জেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য ওসমানী মেডিক্যাল কলেজহাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply