শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ নাবিউল আহমদ দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর উপর হামলার ঘটনার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ইমজার সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
ইমজা নেতৃবৃৃন্দ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ধরনের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা না হলে দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে যাবে।
Leave a Reply