সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মেকনোভেশন’ উৎসব শুরু হয়েছে।
বুধবার সকালে এর উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড আরিফুল ইসলাম। উদ্বোধনের আগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উৎসবে প্রথমদিন ছিল, রোবোনিক্স ভলিউম লাইন ফলোয়ার প্রতিযোগিতা ও আইডিয়েট পোস্টার প্রেজেন্টেশন।
শেষদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রুবিক্স কিউব প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
Leave a Reply