নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন শিকড়ের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে চার দিনব্যাপী ‘দ্বাবিংশের ঝংকার’ শিরোনামে সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বুধবার দুপুরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শবিপ্রবির অধ্যাপক ড রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাভেদ কায়সার, শিকড়ের সভাপতি মেহরাব ইবনে নেওয়াজ ও সাধারণ সম্পাদক রাকেশ কুমার মণ্ডল।
সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রথমে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা। পরে জনপ্রিয় ব্যান্ডদল জলের গান মঞ্চে আসে।
Leave a Reply