নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে শাবিপ্রবির সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪৯ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
সভায় শাবিপ্রবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড আব্দুল গণীকে সভাপতি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলমকে সদস্য সচিব করে ভর্তি কমিটি গঠন করা হয়।
এই ভর্তি কমিটি পরে শাবিপ্রবির ভর্তি নীতিমালা প্রণয়ন এবং নিবন্ধনের পদ্ধতি ও সময়সীমা নির্ধারণ করে ঘোষণা করবে।
Leave a Reply