নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ড দিপু মনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সুসম্পর্কের ইতিহাসকে ধারণ করে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক জ্ঞান-বিজ্ঞান চর্চার দ্বার আরও প্রসারিত হবে।
শনিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উপাচার্য সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধ করে জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে সকলের আরো কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
প্রথমবার অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৩ জন আচার্য-উপাচার্য অংশ নিয়েছেন।
Leave a Reply