নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার দুই জনকে পুলিশ রিমান্ডে নিয়েছে।
জালালাবাদ থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী গ্রেফতারকৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ইশাদ ইমতিয়াজ হৃদয়ের ৩ দিন ও শাবিপ্রবির শিক্ষার্থী আল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে মামলার বাদি জালালাবাদ থানার এসআই দেবাংশু পাল প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিলেন।
শনিবার সকালে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা চলাকালে ক্যালকুলেটারে মোবাইলের সিম ব্যবহার করে উত্তরপত্র সরবরাহের পরিকল্পনার অভিযোগে ঐ ২ জন সহ ১০ জনকে পুলিশ গ্রেফতার করে। বগুড়ার গুগল কোচিং সেন্টার নামের একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পরিচালকের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ চক্রটি জালিয়াতির কাজ করে আসছিলো।
রবিবার এই ১০ জনের বিরুদ্ধে জালালাবাদ থানার এসআই দেবাংশু পাল মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার তদন্তে শাবিপ্রবি কর্তৃপক্ষ অধ্যাপক ড আখতারুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
Leave a Reply