নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থী সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
এতে আহত ঐ দুই সাংবাদিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে ক্যাম্পাসে ঘুরতে যান বহিরাগত ভাই-বোন। এসময় তাদের ইভটিজিং করেন শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী কিছু ছাত্রলীগ নেতাকর্মী। এসময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ সভাপতি নাবিউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস প্রতিবাদ করলে তাদের লাঞ্ছিত করেন ছাত্রলীগ কর্মীরা। পরে তাদের উপর হামলা চালানো হয়।
শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল জানান, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সিলেট মহনগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, পুলিশ হামলাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে।
Leave a Reply