বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল শনিবার, ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
এ কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার মাছুদিঘিরপাড়ে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে শান্তি সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরামর্শ সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য আবদাল মিয়া, মো আব্দুল বারী, অ্যাডভোকেট মনসুর রশীদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply